ক্যারিয়ার শেষের পর সোশ্যাল সাইটে বেশিরভাগ সময় ভারতের পেছনে লেগে থাকেন শহিদ আফ্রিদি। কাশ্মীর প্রস’ঙ্গে সাবেক এই পাকি’স্তানি তারকার একের পর এক মন্তব্য বিত’র্কের জন্ম দিয়েছিল। সে ব্যাপারে কথা বলতে গিয়ে এবার আফ্রিদি ঘোষণা দিয়েছেন যে, বিশ্বের যে প্রান্তেই অন্যায় দেখবেন সেখানেই মুখ খুলবেন তিনি। মাসখানেক আগে করো’নাভাইরাসে আ’ক্রা’’ন্ত হয়েছিলেন আফ্রিদি। এর আগে কাশ্মীরে গিয়ে
স্বাস্থ্য সুরক্ষা ছাড়াই তিনি জনসভায় নরেন্দ্র মোদিকে ‘করো’নাভাইরাসের চেয়েও খারাপ’ উল্লেখ করে ভাষণ দেন। অনেকের ধারণা, এখান থেকেই করো’না আ’ক্রা’’ন্ত হন আফ্রিদি। সম্প্রতি ক্রিকেট পাকি’স্তানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি সেই বি’ষয়টি নিয়ে বলেন, ‘সবসময় সত্যি কথা বলা উচিত। মানবতা সবকিছুর ওপরে। তাই কখনো নিজের মতামত প্রকাশ করতে দ্বি’ধাবোধ করি না; সেটা ভারতকে নিয়ে হলেও।’ আফ্রিদি বলেছেন,
সর্বশক্তিমানের কাছে অনুগত হিসাবে তার দা’য়ব’’দ্ধতার জায়গাটি হলো বিশ্বের যে কোনো প্রান্তে সং’ঘটিত অন্যায়ের বিরু’’দ্ধে প্র’তিবাদ করা। গত মে মাসে পিসিবিকে আফ্রিদি অনুরোধ করেছিলেন, পিএসএলে কাশ্মীর থেকে যেন একটা দল খেলানো হয়। কাশ্মীরের হয়ে আওয়াজ তুলতে গিয়ে আফ্রিদি আরও বলেছিলেন, ‘কাশ্মীরের সমর’্থনে মুখ খোলার জন্য কোনো ধ’র্মবিশ্বা’সের প্রয়োজন নেই। শুধু মানসিকতা ঠিক থাকলেই চলবে। কাশ্মীর বাঁ’চাও।’