পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদারতায় বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া আজকে কারাগার থেকে মুক্ত হয়ে বাড়িতে অবস্থান করছেন। উদারতা মানে দুর্বলতা না।
শনিবার দুপুরে শরীয়তপুরের নড়িয়া উপজেলার বাজনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফতেজঙ্গপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপমন্ত্রী।
তিনি বলেন, যারা ষড়যন্ত্র করে, চক্রান্ত করে তাদেরকে আওয়ামী লীগ সমুচিত জবাব দেয়ার শক্তি রাখে। নেত্রী নির্দেশ দিলে বিএনপির একজন নেতাকর্মীও বাড়িঘরে থাকতে পারবেন না।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী আছেন বলেই বাংলাদেশের মানুষ শান্তিতে আছে।