শরীফ হায়দার শিবলুঃ ২২তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে দুটি স্বর্ণসহ ১৫টি পদক জিতেছে বাংলাদেশ রোবট অলিম্পিয়াড দল। ১৯ সদস্যের বাংলাদেশ দল দুটি স্বর্ণ ছাড়াও দুটি রৌপ্য, পাঁচটি ব্রোঞ্জ ও ছয়টি কারিগরি পদক জিতেছে।
অলিম্পিয়াডে বাংলাদেশের অবস্থান বেশীদিন না হলে বাংলাদেশের উদীয়মান নক্ষত্র গুলো বাংলাদেশের সুনাম অক্ষুন্ন রেখেছে।
আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশ প্রথম অংশ নেয় ২০১৮ সালে, সেবছর বাংলাদেশএকটি স্বর্ণ জয় করার পাশাপশি ছিল আরও তিন পদক। ২০১৯ সালে বাংলাদেশ দল একটি স্বর্ণ, ২টি রৌপ্য, ৬টি ব্রোঞ্জ এবং ১টি কারিগরি পদক লাভ করে।
বাংলাদেশের আন্তর্জাতিক এই খেলায় একটানা স্বর্ণপদক জেতার মাধ্যমে এবছর স্বর্নপদক জয়ের পরিমাণ বৃদ্ধি করে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সম্মানের আরও একটি ধাপ এগিয়ে নিলো বাংলাদেশের আগামী অগ্রযাত্রার ক্রিয়া সৈনিকরা।
রোবট ইন মুভি প্রতিযোগিতায় ব্রোঞ্জপদক পেয়েছে জুনিয়র গ্রুপের সদস্যরা।
জুনিয়র গ্রুপে রোবো স্পার্কার্স দলের মিসবাহ উদ্দিন ও বন্দরনগরী চট্টগ্রামের আগামী দিনের ক্রীড়াঙ্গনের উজ্জ্বল নক্ষত্র আগামীদিনে আশার আলো জাইমা যাহিন।
সবচেয়ে বড় কথা হচ্ছে এবারের আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড গেমসের খেলায় চট্টগ্রাম থেকে একই পারিবারের ২ ভাই – বোন জয়লাভ করে চট্টগ্রামের ক্রীড়ামোদীরে সম্মানের স্থান আরও উচ্চতায় পৌছে দিলো ভাই মেজবা উদ্দিন ইনাম ও বোন জায়মা জাহিন ওয়ার।
এর মধ্যে আন্তর্জাতিক অলিম্পিয়াডে বাংলাদেশ ১৫, টি পদক জয়লাভে চট্টগ্রামে একি পরিবারে ভাই ও বোনের সাফল্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে অভিনন্দন জানিয়ে পোষ্ট দিয়েছেন।
বাংলাদেশের আগামী প্রজন্মকে খারাপ কাজ থেকে দুরে রাখতে ও অবসর সময় টাতে খেলাধুলার সাথে জড়িত রাখতে বর্তমানে আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে খেলে দেশের মুখ উজ্জ্বল করার কারিগরদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সকল নিয়ম মেনে খেলোয়াড়দের যথাযথ মূল্যায়ন করতে পারলেই পরবর্তী প্রজন্ম সামাজিক অবক্ষয় থেকে রক্ষা পাবে এই প্রত্যাশা সংশ্লিষ্টদের।