বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। দুই ব্যাগ রক্ত দেয়ার পরেও অবস্থার উন্নতি হয়নি বলে জানা গেছে। গতকাল মঙ্গলবার ৫ জানুয়ারী রাতে ব্যারিস্টার মওদুদদের জুনিয়র আইনজীবী একেএম এহসানুর রহমান সংবাদ মাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।
এহসানুর রহমান বলেন, স্যার (ব্যারিস্টার মওদুদ আহমদ) গত ২৯ ডিসেম্বর অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর এভার কেয়ার (সাবেক অ্যাপলো) হাসপাতালের সিসিইউ’তে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। কিন্তু গতকাল মঙ্গলবার দুপুরের পর থেকে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
তিনি আরো বলেন, দুপুরে মওদুদ আহমদের চিকিৎসায় প্রফেসর ডাক্তার শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তারা শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন। এখন পর্যন্ত পজিটিভ রিপোর্ট আমরা পাইনি।
জানা গেছে, মওদুদ আহমদ হাসপাতালে ভর্তি হওয়ার পর তার দু’বার করোনার পরীক্ষা করা হয়েছে। এতে তার রিপোর্ট নেগেটিভ পাওয়া গেছে।