আজকের এবারের খবরের আলোচনায় থাকছে সৌদি আরব প্রবাসীদের জন্য ১০টি সুখবর || আজকের খবর প্রবাসীদের জন্য সৌদি আরব খবর সেই নিয়ে বিস্তারিত। এটি একটি ভিডিও নিউজ তাই পুরো ভিডিও দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি প্রবাসীদের সৌদি ত্যাগের অনুমতি দিল গাকা ( দি জেনারেল অথোরিটি অব সিভিল এভিয়েশন)। বিগত ২০ ডিসেম্বর করোনাভাইরাসের দ্বিতীয় ওয়েভ এবং ব্রিটেন থেকে ছড়িয়ে পড়া নতুন প্রজাতির করোনাভাইরাস প্রতিরোধ করতে ৭ দিনের জন্য আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করে দিয়েছিল সৌদি আরব।
সেই একই ধারাবাহিকতায় আরো ১ সপ্তাহের জন্য গতকাল( ২৭ ডিসেম্বর) থেকে আগামী ০৩ জানুয়ারি পর্যন্ত সকল আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে তারা। তবে প্রবাসীরা কেউ যদি এর মাঝে সৌদি আরব ত্যাগ করতে চায় সেক্ষেত্রে তারা সৌদি আরব ত্যাগ করতে পারবে।সৌদি প্রবাসীদের সৌদি ত্যাগের অনুমতি দিল গাকা !
গাকা( দি জেনারেল অথোরিটি অব সিভিল এভিয়েশন) আজ( ২৮ ডিসেম্বর) এই নির্দেশনা প্রদান করেছে।
সৌদি আরবে চলাচল করা সকল বিদেশী এয়ারলাইন্সগুলিকে বিশেষ ফ্লাইট পরিচালনা করার অনুমতি প্রদান করেছে গাকা। কিন্তু এক্ষেত্রে কেবলমাত্র প্রবাসীদের তারা সৌদি আরবের বাহিরে নিয়ে যেতে পারবে।
কিন্তু বাহিরের দেশ থেকে সৌদি আরবে কাউকেই নিয়ে আসতে পারবে না।তবে এখানে গুরুত্বপূর্ণ হল যে সকল দেশে নতুন জাতের করোনাভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে সে সকল দেশের জন্য এই নির্দেশনা প্রযোজ্য হবে না।
এর মানে ইংল্যান্ডসহ ওই সকল দেশ সৌদি আরব থেকে বিশেষ ফ্লাইটে কোন প্রবাসীকে বাহিরের দেশে নিয়ে যেতে পারবে না।
কোভিডের দ্বিতীয় ওয়েভ এর হাওয়া লেগেছে প্রায় পৃথিবীর সকল দেশেই। এর মাঝে নতুন আতঙ্ক হিসাবে আবির্ভূত হয়েছে নতুন জাতের এক করোনাভাইরাস। যা ইংল্যান্ড থেকে পৃথিবীর প্রায় সকল দেশেই ছড়িয়ে পড়ছে।
এটি আগের করোনাভাইরাসের থেকেও ৭০% অধিক গতিতে ছড়িয়ে পড়ছে। ইংল্যান্ডের একটি অংশে এটির অস্তিত্ব পাওয়ার পর এটি বর্তমানে সমগ্র ব্রিটেনে ছড়িয়ে পরে শেষতক অস্ট্রেলিয়াতেও নিজের অস্তিত্বের কথা জানান দিয়েছে।