সৌদি আরবের শ্রম বাজারে সৌদিদের সর্বনিম্ন মজুরি নির্ধারণ করে দিয়েছে দেশটির সরকার। দেশটির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী জানিয়েছেন, সৌদির শ্রম বাজারে সর্বনিম্ন মজুরি হবে ৩ হাজার থেকে ৪ হাজার সৌদি রিয়াল।
বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৬৮ হাজার থেকে ৮৭ হাজার টাকা। শ্রমবাজারে সরকার নির্ধারিত এ বেতন কাঠামো দেশের সকল নিয়োগদাতা প্রতিষ্ঠানের ক্ষেত্রে কার্যকর হবে বলে মন্ত্রী জানিয়েছেন। সৌদির মক্কা নিউজ পেপার বিষয়টি এক প্রতিবেদনে জানান। তবে এটি কবে থেকে কার্যকর হবে তা এখনো জানায়নি।সম্মানিত প্রিয় পাঠক আসসালামু অলাইকুম। হয়তো এই সংবাদটি অনেকের কাছেই মিথ্যে মনে হইতে পারে। সত্য মিথ্যে যাচাই করার জন্যে আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হইবে। উপরের সংবাদটি মক্কা নিউজ পাবলিশ করেছেন।মক্কা নিউজ সৌদিআররের একটি জাতীয় নিউজ পত্র।