সরকার গঠনের ধারাবাহিকতায় এবার অর্থনৈতিক টিম গঠন করেছেন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস টিমে চমক দেখানোর পর এবার নতুন অর্থমন্ত্রীর দায়িত্বেও বাছাই করেছেন একজন নারীকে। অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন জেনেট ইয়েলেন। এটি যুক্তরাষ্ট্রের ২৩১ বছরের ইতিহাসে একটি রেকর্ড।
অর্থনৈতিক টিম সাজানো হয়েছে কোন প্রকার বর্ণ বৈষম্য ছাড়াই। সাদা-কালোর পার্থক্য ঘুচিয়ে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এ টিম গঠন করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয়ে জায়গা পাওয়া অন্য সদস্যরা হলেন: ব্যবস্থাপনা এবং বাজেট বিষয়ক পরিচালক নীরা টেনডেন, কোষাগার বিষয়ক ডেপুটি সেক্রেটারি ওয়ালি এদেএমু, কাউন্সিল অব ইকোনমিক অ্যাডভাইজরস প্রেসিডেন্ট সিসিলিয়া রোস, এবং কাউন্সিল অফ ইকোনমিক অ্যাডভাইজরস সদস্য জেরেড বার্ণস্টেইন এবং হিদার বুশে।
সূত্র – নিউইয়র্ক টাইমস।